আইএসএল টেন্ডার বৈঠক আজ, ফুটবলারদের বেতন কমানোর দাবি ক্লাবগুলির – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
আইএসএলের বরাত পেতে টেন্ডার কমিটির সঙ্গে আলোচনায় এফএসডিএল, শ্রাচী স্পোর্টস-সহ ছয় সংস্থা। ক্লাবগুলি একযোগে অবনমন ধাপে ধাপে কার্যকর করা, লিগ ক্যালেন্ডার দ্রুত প্রকাশ ও ফুটবলারদের স্যালারি ক্যাপ ১৮ কোটি থেকে কমিয়ে ৬-১০ কোটি করার দাবি জানিয়েছে। টেন্ডারের শর্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে এফএসডিএল।