আগ্নেয়গিরির মতো SUV: আগ্রায় ৫ পথচারীর মৃত্যু, চালক আটক, তদন্ত শুরু – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের আগ্রায় বেপরোয়া গতির এক স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি-এর ধাক্কায় পাঁচ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ নাগলা বুধি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চ গতিতে থাকা এসইউভিটি প্রথমে ৭ জন পথচারীকে ধাক্কা মারে এবং পরে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন।
আংশু গুপ্তা নামের শহরের দয়ালবাগ এলাকার এক বাসিন্দা গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাঁকে ধরে ফেলে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্ত চালককে হেফাজতে নিয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারানোর আগে গাড়িটি বিপজ্জনক গতিতে চলছিল। নিহতদের একজনের ভাই পিন্টু জানান, “থারের মতো দেখতে একটি গাড়ি দ্রুত গতিতে এসে সবার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আমার বোনসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়।”
এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহত পাঁচজনকে এসএন মেডিক্যাল কলেজে আনা হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। শান্তি বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।