ট্রাম্পের ‘স্বপ্নের’ বলরুম নির্মাণে ভাঙা হল হোয়াইট হাউসের একাংশ – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী একটি সোনার রঙের জমকালো বলরুম তৈরির কাজ চলছে। এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য হোয়াইট হাউসের পূর্বাংশ, যা ফার্স্ট লেডি ও তাঁর কর্মীদের অফিস হিসেবে ব্যবহৃত হত, তা ভেঙে ফেলা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এই প্রকল্পের জন্য ট্রাম্প ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনের অনুমোদন এড়িয়েই কাজ শুরু করেছেন। নির্মাণ বিশেষজ্ঞরা এই ধরনের অননুমোদিত কাজ শুরুর প্রক্রিয়াকে ভারতের নির্মাণ প্রকল্পের সঙ্গে তুলনা করেছেন।
বলরুম নির্মাণ প্রকল্পে বুলডোজার সহ অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এবং ফার্স্ট লেডির পূর্বতন কার্যালয় সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে।
এই প্রকল্পের ব্যয়ভার নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পের খরচ ১০০ মিলিয়ন ডলার নির্ধারিত হলেও, এক বছরের মধ্যে তা ২০০ মিলিয়ন ডলারে পৌঁছায় এবং পরবর্তীতে ৩০০ মিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। যদিও শুরুতে ট্রাম্প নিজেই ব্যয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন, পরে বেসরকারি দাতা ও কর্পোরেশন থেকেও অর্থ সংগ্রহ করা হয়েছে। এই বাজেট বৃদ্ধিও ভারতীয় নির্মাণ প্রকল্পের খরচ বৃদ্ধির সঙ্গে তুলনীয়।
প্রকল্পটি কংগ্রেস ও সংশ্লিষ্ট কমিশনের নজরের বাইরে শুরু হওয়ায় এর মধ্যে রাজনৈতিক প্রচারের ছাপ স্পষ্ট। জাঁকজমকপূর্ণ ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচনের মাধ্যমে এই নির্মাণকাজকে প্রচার করা হয়েছে।