অবশেষে চরম পরিণতি প্রাক্তন প্রেমিকার পর! যুবকের আত্মঘাতী হওয়ার নেপথ্যে কোন রহস্য – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ে প্রাক্তন প্রেমিকা অন্য সম্পর্কে জড়ানোর সন্দেহে এক তরুণীর গলা কেটে খুন করে যুবক। নিহত তরুণী মনীষা যাদবের সঙ্গে অভিযুক্ত সোনু বড়াইয়ের আট দিন আগেই সম্পর্ক ভেঙেছিল। শেষ দেখা করার নাম করে নার্সিং হোমে ডেকে ছুরি দিয়ে তাঁকে হত্যা করে সোনু। এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করে এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।