সৌন্দর্য টিপস: মুখের জেদি কালো ছোপ দূর করুন ৫টি সহজ ঘরোয়া উপায়ে – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখের ত্বক নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য ডার্ক স্পট বা কালো ছোপ এক বড় সমস্যা। সাধারণত ব্রণ বা অন্য কোনো আঘাত শুকিয়ে যাওয়ার পর এই ধরনের দাগ তৈরি হয়, যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমিয়ে দেয়। তবে এই সমস্যা সমাধানে সরাসরি রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের পণ্য ত্বকের আরও ক্ষতি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া কিছু টোটকা অনুসরণ করে প্রাকৃতিক উপায়ে এই দাগ দূর করা সম্ভব এবং ত্বকের জেল্লা ফিরিয়ে আনা যায়।
ডার্ক স্পট দূর করার ৫ ঘরোয়া উপায়
১. অ্যালোভেরা ব্যবহার
অ্যালোভেরা একটি অত্যন্ত উপকারী উপাদান যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এর রস নিয়মিত মুখে লাগালে ত্বক এক্সফোলিয়েট হয় এবং পিগমেন্টেশন ধীরে ধীরে কমে আসে।
২. পেঁপের উপকারিতা
পেঁপেতে রয়েছে ‘প্যাপাইন’ নামক একটি এনজাইম বা উৎসেচক, যা ত্বককে এক্সফোলিয়েট করার ক্ষমতা রাখে। এটি মরা কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং কালো দাগ মেলাতে সাহায্য করে।
৩. হলুদের ভূমিকা
হলুদ একটি শক্তিশালী ভেষজ। এতে থাকা ‘কারকিউমিন’ উপাদানে রয়েছে প্রদাহনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। নিয়মিত হলুদ ব্যবহার করলে কালো দাগ হালকা হয় এবং ত্বকের সামগ্রিক জেল্লা বৃদ্ধি পায়।
৪. টম্যাটো প্রয়োগ
টম্যাটোতে রয়েছে ‘লাইকোপিন’ নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান ত্বকের কালো দাগ দূর করতে সহায়ক। পাশাপাশি, এটি ত্বকের ট্যান তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৫. আলুর ব্যবহার
আলুতে ‘ক্যাটেকোলাজ’ নামক একটি এনজাইম থাকে। কালো দাগযুক্ত স্থানে কাঁচা আলুর টুকরো লাগালে বা আলুর রস ব্যবহার করলে এই উৎসেচক দাগ মেলাতে কার্যকরভাবে সাহায্য করে।
যদি এই ঘরোয়া পদ্ধতিগুলি অনুসরণ করার পরও সমস্যা না কমে, তবে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের নির্দেশিত ওষুধ ব্যবহারে সমস্যা কমতে পারে।