শীতকালে কি সত্যিই সর্দি বাড়ে কলা খেলে – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
অনেকের ধারণা, শীতে কলা খেলে ঠান্ডা লেগে সর্দি হয়, যা পুরোপুরি ভুল। তবে হাঁচি বা অ্যাজমার মতো অ্যালার্জির সমস্যা থাকলে এড়িয়ে চলাই ভালো। কলা পটাসিয়াম, ভিটামিন-সি ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি রক্তচাপ ও কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমে সাহায্য করে। ক্লান্তি দূর করে সহজে ঘুম আনতে সহায়ক এই ফল।