শনির সাড়ে সাতি থেকে মুক্তি চান? মহারাজ বললেন আংটি নয়, এটাই আসল উপায় – এবেলা

এবেলা ডেস্কঃ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের জীবনে চরম দুর্ভোগ নামলে তার জন্য অনেকেই শনিদেবকে দায়ী করেন। একবার শনির সাড়ে সাতি বা ঢাইয়া দশার প্রকোপ শুরু হলে জীবনে চরম দুর্দশা নেমে আসে বলে মনে করা হয়। এই সমস্যা থেকে বাঁচার উপায় কী, সেই জবাব দিয়েছেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ।

শনির প্রকোপ কাটাতে অনেকে ঘোড়ার নালের আংটি পরেন অথবা বাড়ির দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে রাখেন। তবে প্রচলিত এই ধারণার সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন প্রেমানন্দ মহারাজ। ঘোড়ার নাল বা তা দিয়ে তৈরি কোনও কিছুই কেনা উচিত নয় বলে উল্লেখ করেন তিনি।

মহারাজ বলেন, যে প্রাণী নিজেই চরম দুঃখের মধ্যে থাকে, সে কখনও অন্যকে খুশি করতে পারে না। ফলে ঘোড়ার নালের মতো টোটকা দিয়ে শনিদেবের প্রভাব কাটানো সম্ভব নয়।

তাহলে কীভাবে শনির দশা থেকে মুক্তি মিলবে? প্রেমানন্দ মহারাজ জানান, শনির সাড়ে সাতি বা ঢাইয়া থেকে মুক্তি পাওয়া খুবই সহজ। শনিদেব মূলত কর্ম অনুযায়ী ফল দেন। তাই আংটি পরা বা তেল মাখার বদলে নিজের আচরণে পরিবর্তন আনা জরুরি।

তিনি বারবার মনে করিয়ে দেন, মন থেকে ঈশ্বরকে স্মরণ করলে এবং সৎ পথে থাকলে তিনিও তাঁর ভক্তদের ভালো রাখেন। মহারাজের মতে, ঈশ্বরের নাম এবং সৎ কর্মই শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *