পিস্তলের আঘাতে যুবকের মাথা ফাটল! জলহাটিতে তৃণমূল নেতার ‘দাদাগিরি’র অভিযোগ – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
কালীপুজোর বিসর্জন রাতে উত্তর ২৪ পরগনার জলহাটিতে বচসা গড়াল মারধরে। অভিযোগ, তৃণমূলের যুবনেতা বুবাই মল্লিক পিস্তলের বাঁট দিয়ে এক যুবকের মাথায় আঘাত করলে তা ফেটে যায়। আক্রান্তকে বাঁচাতে গিয়ে আরও তিনজন জখম হন। থানায় চারজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় উত্তেজনা; অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।