বড় ধাক্কা রশিদদের! কোচের দায়িত্ব ছাড়ছেন ট্রট? আফগান বোর্ডের আচরণে ক্ষুব্ধ – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কর্তাদের অসহযোগিতা ও আচরণে চরম বিরক্ত জাতীয় দলের প্রধান কোচ জোনাথন ট্রট। জি়ম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট হারের পর তিনি প্রকাশ্যেই বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার ক্ষোভ উগড়ে দিয়েছেন। দল নির্বাচন নিয়ে অন্ধকারে থাকা ট্রট ইঙ্গিত দিয়েছেন, তিনি চুক্তির মেয়াদ (২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ) শেষের আগেই দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন। তাঁর কোচিংয়ে আফগানিস্তান বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছিল।