সিঙ্গাপুরে হাসপাতালে রোগীর আত্মীয়কে যৌন হেনস্থা, দোষী নার্সের কারাদণ্ড ও বেত্রাঘাতের সাজা – এবেলা

এবেলা ডেস্কঃ
সিঙ্গাপুরের একটি পাঁচতারা হাসপাতালে রোগীর এক আত্মীয়কে যৌন হেনস্থা করার অভিযোগে এক নার্সকে এক বছর দু’মাস কারাদণ্ড ও বেত্রাঘাতের সাজা দিয়েছে আদালত। অভিযুক্ত নার্স এলিপে শিবা নাগু (৩৪) কে নার্সিং দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, গত জুন মাসে র্যাফেলস হাসপাতালে এই ঘটনা ঘটে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন ফুয়া আদালতে জানান, ১৮ জুন সন্ধ্যায় ভুক্তভোগী তাঁর দাদুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। রাত সাড়ে সাতটা নাগাদ তিনি রোগীর শৌচালয়ে প্রবেশ করলে অভিযুক্ত নার্স এলিপে তাঁকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাতে সাবান দিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনায় হতবাক ভুক্তভোগী তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি।
যদিও অভিযুক্ত নার্স আদালতে দাবি করেছিলেন যে তিনি কেবল ওই ব্যক্তিকে ‘জীবাণুমুক্ত’ করেছেন। ঘটনাটি ২১ জুন রিপোর্ট করা হয় এবং দু’দিন পর এলিপেকে গ্রেফতার করা হয়। আদালতের শুনানিতে বলা হয়, এই ঘটনার ফলে ভুক্তভোগীর মনে সেই মুহূর্তের স্মৃতি ফিরে আসে। শুক্রবার আদালত এই অপরাধের জন্য এলিপেকে এক বছর দু’মাসের কারাদণ্ড এবং দুটি বেত্রাঘাতের সাজা দিয়েছে। আদালতের নথি থেকে ভুক্তভোগীর বয়স ও অন্যান্য ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়েছে।