সত্তর পেরিয়েও ‘সরি’ আর ‘থ্যাঙ্ক ইউ’ যেন জীবনের অঙ্গ! এই ‘ভালো মানুষ’ রিনা কে – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশিষ্ট চিত্র পরিচালক ও সমালোচক চিদানন্দ দাশগুপ্তের কন্যা এবং সত্যজিৎ রায়ের ‘সমাপ্তি’ ছবির নায়িকা অপর্ণা সেনের জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন তাঁর ষাট বছরের ঘনিষ্ঠ বন্ধু। তিনি লেখেন, ‘রিনা’ (অপর্ণা) অত্যন্ত স্বাধীনচেতা, স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী। তবে তার সবচেয়ে বড় ‘দোষ’ হলো, তার মুখে সারাক্ষণ ‘সরি’ আর ‘থ্যাঙ্ক ইউ’ লেগেই থাকে। বন্ধুর কঠিন সময়ে অপর্ণার মানবিক দিকটির কথাও তুলে ধরেন তিনি। (৪০ শব্দ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *