ঘুমন্ত বাচ্চাদের তুলতে এমন প্ল্যান! মায়ের দুষ্টুমি দেখে হেসে কুল পাচ্ছে না নেটপাড়া – এবেলা

এবেলা ডেস্কঃ

সন্তানকে সময় মতো ঘুম থেকে তোলা যেকোনো বাবা-মায়ের কাছেই এক দৈনন্দিন চ্যালেঞ্জ। কেউ নরম স্বরে ডাকেন, কেউ বা আদরে ভরিয়ে দেন। তবে সম্প্রতি এক মা তাঁর ঘুমন্ত সন্তানদের জাগাতে এমন এক কৌশল নিয়েছেন, যা দেখে হেসে গড়িয়ে পড়ছে নেটপাড়া। একেবারে পেশাদার ব্যান্ড পার্টি ডেকে ঘরে বাজনা শুরু করিয়ে দিয়েছেন তিনি!

ভাইরাল হওয়া এই মজার ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যান্ডপার্টির সদস্যরা বাদ্যযন্ত্র হাতে সিঁড়ি বেয়ে উঠে সোজা একটি ঘরে প্রবেশ করছেন এবং জোরদার বাজনা শুরু করে দিচ্ছেন। দৃশ্যটা যেন ছোটখাটো কোনো উৎসবের মতোই। আচমকা এমন বাজনার আওয়াজে সন্তানরা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। একদিকে ব্যান্ডের উচ্চকিত সুর, অন্যদিকে সন্তানদের চোখে মুখে বিরক্তির ছাপ—এই বৈপরীত্যই ভিডিওটিকে অত্যন্ত হাস্যকর ও মজাদার করে তুলেছে।

মুহূর্তেই লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন, শেয়ার করেছেন এবং নানা রকম মন্তব্য করেছেন। রসিকতা করে কেউ লিখেছেন, ‘এই মা-ই তো সেরা!’ আবার কেউ কেউ নিজেদের শৈশবের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে বলেছেন, ‘আমার মা এমন করলে আজও সকালে ঘুমোতে ভয় পেতাম!’ অনেকে এই সৃজনশীলতার প্রশংসাও করেছেন।

তবে এই ভিডিওটি কেবল মজার খোরাক নয়, এতে একটি ইতিবাচক বার্তাও রয়েছে। সন্তানকে জাগানোর মতো সাধারণ কাজকেও এই মা একটি মজার উপায়ে উপস্থাপন করেছেন, যা পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। মনোবিজ্ঞানীরাও মনে করেন, এমন হালকা-ফুলকা আচরণ শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এবং পারিবারিক বন্ধন আরও মজবুত করতে সাহায্য করে।

ভিডিওটি ঠিক কোথাকার বা কবে রেকর্ড করা হয়েছে, তা জানা যায়নি। তবে এই অভিনব পন্থায় সন্তানকে ঘুম থেকে তোলার দৃশ্যটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়ার শীর্ষে চলে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *