পার্ক স্ট্রিট খুনে রহস্য! হোটেলের রুম থেকে পচাগলা দেহ উদ্ধার, অধরা ২ সঙ্গী – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার পার্ক স্ট্রিটে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘর থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এখনও অধরা রয়েছেন তাঁর দুই সঙ্গী। পুলিশ নিহতের দুই সঙ্গীর সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার কিনারা করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মৃত যুবকের নাম রাহুল লাল।

শুক্রবার সকালে হোটেলের বক্স খাটের ভেতর থেকে রাহুল লালের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ অক্টোবর রাহুল তাঁর দুই সহযোগীর সঙ্গে কয়েক ঘণ্টার জন্য ওই রুমটি ভাড়া নিয়েছিলেন। কেন এত অল্প সময়ের জন্য রুম ভাড়া নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই তিন যুবকের পরিচিতি কীভাবে হয়েছিল এবং হোটেলে ঘর ভাড়া নেওয়ার উদ্দেশ্য কী ছিল। পুলিশের সন্দেহ, খুনের পর অভিযুক্ত দুই সঙ্গী অন্য রাজ্যে, বিশেষত ওড়িশায় পালিয়ে যেতে পারে। ওড়িশার সঙ্গে পলাতকদের যোগসূত্রের তথ্য মেলায় সেখানেও খোঁজ চালানো হচ্ছে।

পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে, ২২ অক্টোবর বিকেল ৫টায় তিনজন মিলে রুম ভাড়া নেয় এবং এর পরপরই তাদের মধ্যে একজন হোটেল ছেড়ে চলে যায়। এরপর ফিরে আসার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নিহত রাহুল লালের বিরুদ্ধে চুরিসহ কিছু অপরাধের রেকর্ড রয়েছে। এর প্রেক্ষিতে ওই তিন যুবকের হোটেল ভাড়া নেওয়ার উদ্দেশ্য তদন্তের আওতায় আনা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে রাহুলকে হত্যা করা হয়েছে। তবে তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে, যা তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। পলাতক দুই সঙ্গীর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *