বিধাননগর রোডে চারটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার কেন – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে বিধাননগর রোড স্টেশনে চারটি গুরুত্বপূর্ণ মেল ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হল। যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ এবং প্ল্যাটফর্মের সীমিত ক্ষমতা সামাল দিতেই এই পদক্ষেপ। গৌড়, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা ও গঙ্গাসাগর এক্সপ্রেসের স্টপেজ প্রত্যাহৃত হওয়ায় দূরপাল্লার যাত্রীরা বিকল্প স্টেশন ব্যবহারের অনুরোধ পেলেন। এটি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে।