কিংবদন্তি অভিনেতা সতীশ শাহ প্রয়াত, কিডনি ফেলিওরে শোকস্তব্ধ বলিউড ও টেলি জগৎ – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড এবং টেলিভিশনের জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা সতীশ শাহ প্রয়াত। কিডনি ফেলিওরের কারণে তাঁকে মুম্বইয়ের দাদরের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সতীশের দীর্ঘদিনের বন্ধু, চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, প্রথমে বাড়িতেই ছিলেন অভিনেতা। কিডনি ফেলিওরের সমস্যার কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। অভিনেতার শেষকৃত্য মুম্বইয়ের বান্দ্রার শ্মশানঘাটে সম্পন্ন হবে।

সতীশ শাহ প্রথমে থিয়েটার দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৭৮ সালে ‘অদ্ভুত দাস্তাঁ’ (অজীब दास्तां) সিনেমার মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কাল হো না হো’, ‘মুঝসে শাদি করোগি’, ‘কভি হা কভি না’, ‘ইশক-ভিশক’, ‘হিরো নম্বর ১’, এবং ‘হাম সাথ সাথ হ্যায়’ সহ আরও অনেক জনপ্রিয় ছবি।

চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দাতেও তিনি বিশেষ ছাপ রেখেছিলেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শক মহলে দারুণ সমাদৃত হয়েছিল। অভিনেতার প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং অগণিত অনুরাগী শোকস্তব্ধ। পুরো বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তরা অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *