শচীনকে ছোঁয়ার পথে বিরাট, ওয়ানডেতে সাঙ্গাকারাকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ‘কিং কোহলি’ – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়লেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন। এই তালিকায় তাঁর আগে এখন কেবল ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি ওয়ানডেতে মোট ১৪,২৩৫ রানের মালিক হলেন। তিনি মাত্র ২৯৩টি ইনিংসে এই রান সংগ্রহ করেন। সাঙ্গাকারা তাঁর ১৪,২৩৪ রান করেছিলেন ৩৮০ ইনিংসে। ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ১৮,৪২৬ রান নিয়ে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার, যা তিনি করেছেন ৪৫২ ইনিংসে। এই তালিকায় রিকি পন্টিং (১৩,৭০৪ রান) চতুর্থ এবং সনৎ জয়সুরিয়া (১৩,৪৩২ রান) পঞ্চম স্থানে রয়েছেন।
অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাট রেনশ ছাড়া আর কোনো ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। ভারতের হয়ে তরুণ পেসার হর্ষিত রানা ৪টি উইকেট নিয়ে নজর কাড়েন।
উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচে ভারত পরাজিত হলেও তৃতীয় ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মার অপরাজিত ইনিংসে ভর করে নয় উইকেটে জয়লাভ করে হোয়াইটওয়াশ এড়ায়। এই ম্যাচে কোহলি ৮১ বলে অপরাজিত ৭৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।