পার্ক স্ট্রিট রহস্য – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
হোটেলের বক্স খাটে পচাগলা দেহ! যুবক খুনে অধরা দুই সঙ্গী, ওড়িশা যোগের সন্ধানে পুলিশ
কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেলের রুমের বক্স খাটে রাহুল লাল নামে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। রহস্যজনকভাবে এখনও অধরা মৃতের দুই সঙ্গী। পুলিশ সন্দেহ করছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তবে মাথার পিছনে আঘাতের চিহ্নও মিলেছে। ২২ অক্টোবর কয়েক ঘণ্টার জন্য ঘর ভাড়া নিয়েছিল তারা। পুলিশ ওড়িশা যোগের সূত্র ধরে পলাতক দুই সঙ্গীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মৃতের বিরুদ্ধে চুরির অভিযোগসহ অপরাধের রেকর্ড ছিল।