নারী নিরাপত্তাহীনতার জন্য ভারতের নাম নষ্ট বিজেপি শাসনে! ইন্দোরে অজি ক্রিকেটারের হেনস্থা নিয়ে কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের ইন্দোরে বিশ্বকাপ খেলতে আসা দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হওয়ায় দেশজুড়ে তীব্র বিতর্ক। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন সরকারের কড়া সমালোচনা করেছেন। তাঁর দাবি, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চে ভারতের মাথা হেঁট করে দিয়েছে এবং রাজ্যে মহিলাদের নিরাপত্তার অভাব আবারও প্রমাণিত হলো। অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করেছে পুলিশ।
Kolkata, West Bengal: On the alleged molestation of two members of the Australian women’s cricket team in Indore, TMC leader Kunal Ghosh says, “This is a very shameful incident; they had to endure such a molestation situation…” pic.twitter.com/LtUu63pWr3
— IANS (@ians_india) October 25, 2025