ছটপুজোর এই সব নিয়ম মানলে সংসারে আসবে সুখ ও সমৃদ্ধি – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
দুর্গাপূজা ও কালীপূজার পর উৎসবের মরশুমের শেষ পর্বে আসে ছটপুজো। মূলত সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় চারদিন ধরে এই পুজো হয়। প্রথম দিন ‘নহায় খায়’ ও দ্বিতীয় দিন ‘খরনা’। তৃতীয় দিন ‘সন্ধ্যা অর্ঘ্য’ এবং শেষ দিন ‘সূর্যোদয় অর্ঘ্য’ দিয়ে ব্রত শেষ হয়। প্রায় ৪০ ঘণ্টা নির্জলা উপবাস করে নিয়ম মেনে ব্রত পালন করলে আসে সূর্যের আশীর্বাদ।