হোয়াটসঅ্যাপে চ্যাট জমে স্টোরেজ full? নতুন ফিচারে মিলবে জাদুকরী সমাধান – এবেলা

এবেলা ডেস্কঃ
দৈনন্দিন জীবন ও পেশাগত কাজে যোগাযোগের অপরিহার্য অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবার মেটার মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ নিয়ে এল নতুন একটি ফিচার, যা ফোনের স্টোরেজ ব্যবস্থাপনাকে আরও সহজ করবে। চ্যাট ও মিডিয়া ফাইল জমে যাদের স্টোরেজ সংক্রান্ত সমস্যা হচ্ছে, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর হবে।
এই নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ সেটিংসের মধ্যে ব্যবহারকারীরা এখন একটি ডেডিকেটেড অপশন পাচ্ছেন, যার মাধ্যমে ফোনে চ্যাট ও মিডিয়া কতটুকু জায়গা দখল করে আছে, তা এক নজরে দেখা যাবে। শুধু দেখাই নয়, এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি বড় ফাইল, ছবি অথবা ভিডিও বেছে নিয়ে সহজেই মুছে ফেলতে পারবেন। ফলে ফোনের স্টোরেজ খালি রাখা এখন আরও সুবিধাজনক হবে।
অ্যান্ড্রয়েডের 2.25.31.13 ভার্সনে এটি প্রথম চালু হলেও, পরে আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্যও রোল আউট করা হয়েছে। অ্যাপটি এখন ডেটা বাছাইয়ের ক্ষেত্রে আরও বিস্তারিত সুযোগ দিচ্ছে—যেমন, সবচেয়ে পুরনো, সবচেয়ে বড় বা সবচেয়ে নতুন ফাইল আলাদা করে দেখার সুযোগ রয়েছে। এতে কোন ফাইলটি সবচেয়ে বেশি জায়গা দখল করেছে, তা দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে।
বর্তমানে এই স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচারটি বেটা ইউজারদের জন্য চালু করা হলেও, সংস্থা জানিয়েছে যে খুব শীঘ্রই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
প্রসঙ্গত, ভারতে এখন হোয়াটসঅ্যাপের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে দেশীয় মেসেজিং অ্যাপ ‘আরাত্তাই’ (Arattai)। ২০২১ সালে চালু হওয়া এই অ্যাপটি দ্রুত ইউজার সংখ্যা বাড়াচ্ছে এবং অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে পেছনে ফেলে দেশের শীর্ষে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের ধরে রাখতে ও উন্নত পরিষেবা দিতে নতুন ফিচারের উপরই ভরসা রাখছে হোয়াটসঅ্যাপ।