বিজেপি সাংসদের ‘বাংলাদেশী’ কটাক্ষ, সোজাসাপটা জবাব পরিযায়ী শ্রমিকদের – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের লখনউতে আসাম থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে ভিডিও করেন বিজেপি রাজ্যসভার সাংসদ ব্রিজ লাল। রূপচান আলি ও তাঁর স্ত্রী বিমলা খাতুন জানান, তাঁদের কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে এবং তাঁরা কোনো অন্যায় করেননি। কাজের খোঁজে আসা এই শ্রমিকরা সাংসদের এমন মন্তব্যের পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। স্থানীয়রা জানান, এই প্রথম তাঁদের পরিচয় নিয়ে এমন প্রশ্ন উঠল।