কাজের টোপে সৌদি আরবে গিয়ে ফেঁসেছেন যুবক, ‘মা’র কাছে ফিরতে চাই’ – এবেলা

এবেলা ডেস্কঃ
সৌদি আরবে (Saudi Arabia) কাজের প্রলোভন দেখিয়ে এক ভারতীয় যুবককে আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ভুক্তভোগী যুবককে কাঁদতে কাঁদতে সাহায্যের আর্তি জানাতে দেখা যায়। ভিডিওটিতে ওই যুবক তাঁর ‘কপিল’ নামের নিয়োগকারীর বিরুদ্ধে পাসপোর্ট কেড়ে নেওয়া ও জোর করে আটকে রাখার অভিযোগ তুলেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে যুবকটি ভোজপুরি ভাষায় কথা বলেন এবং দাবি করেন, নিয়োগকর্তা তাঁকে দেশে ফিরতে দিচ্ছেন না, উল্টে মারধরের হুমকি দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লীর সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। এলাহাবাদের (Allahabad) বাসিন্দা ওই যুবক বলেন, “আমি মায়ের কাছে যাব। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয়।” ভিডিওর আশেপাশে উটের উপস্থিতি থেকে বোঝা যায় সেটি সৌদি আরবের কোনো স্থান থেকে রেকর্ড করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি ভারতীয় দূতাবাসের (Indian Embassy) নজরে এসেছে। দূতাবাস কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং যুবককে আটকে রাখা ব্যক্তি ও তাঁকে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
তবে, যুবকের ভিডিওতে কোনো নির্দিষ্ট ঠিকানা, যোগাযোগের নম্বর বা নিয়োগকর্তার বিস্তারিত তথ্য না থাকায় তাঁকে খুঁজে বের করার কাজ আপাতত কঠিন হচ্ছে। যদিও ভারতীয় দূতাবাস দ্রুত যুবককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনার প্রেক্ষাপটে সৌদি আরবের কফালা (Kafala) ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও এই বিতর্কিত ব্যবস্থা, যা একসময় বিদেশি শ্রমিকদের ভিসার উপর নিয়োগকর্তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিত এবং আধুনিক দাসত্বের সমতুল্য বলে সমালোচিত হত, সম্প্রতি সৌদি সরকার কর্তৃক বাতিল করা হয়েছে। এর পরেও এমন অভিযোগ ওঠায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, সৌদি নিরাপত্তা বিভাগ এই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, কেবল সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই’ ভিডিওটি প্রকাশ করা হয়েছে।