‘আমার পাড়া, তৃণমূল তাড়া!’— শুভেন্দুর স্লোগানে নতুন সমীকরণ, মুসলিমদের উদ্দেশে বড় বার্তা? – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুমতি ছাড়াই শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজয় সংকল্প সভা’ অনুষ্ঠিত হলো। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। একইসঙ্গে ভারতীয় মুসলিমদের উদ্দেশে বার্তা দেন সুকান্ত মজুমদার।

শুভেন্দু অধিকারী তার বক্তৃতায় তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে ধর্ষণ ও অপরাধ বৃদ্ধির অভিযোগ তোলেন এবং দক্ষিণ দিনাজপুরের জনবিন্যাস বদলের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে কটাক্ষ করে তিনি নতুন স্লোগান দেন, ‘আমার পাড়া, তৃণমূল তাড়া।’

এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’ তার বক্তব্যের পর শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আমি কখনও বলিনি যে আমি মুসলিম ভোট চাই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাত, ধর্ম বা ভোটব্যাঙ্ক না দেখে সবার জন্য কাজ করেছেন।’

তবে তিনি অভিযোগ করেন, ‘আমরা যখন সংখ্যালঘু এলাকায় যাই, তখন বলা হয় এ তো জয় শ্রীরামের পার্টি, এদের ঢুকতে দেওয়া যাবে না। এটাই মূল সমস্যা।’ তিনি আরও দাবি করেন, ‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নষ্ট করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ও রোহিঙ্গারা, ভারতীয় মুসলিমরা নয়।’

নিজেকে ‘ছোট গ্যারান্টার’ হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘২০২৬ সালে বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরেই দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হবে।’ সভা শেষে তিনি জেলার সবকটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *