স্কুল শিক্ষকের ‘কুকীর্তি’ ফাঁস! অষ্টম শ্রেণির ছাত্রী নিগ্রহের অভিযোগে তুমুল বিক্ষোভ তমলুকে – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয়রা। শারীরিক শিক্ষার শিক্ষক রণজিত ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্গাপূজার আগে এই কাণ্ডের অভিযোগ ওঠে। প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন জমা দিয়ে অভিযুক্ত শিক্ষকের কঠিন শাস্তির দাবি জানানো হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও একাধিক কুকর্ম ও শিক্ষিকাদের হেনস্থার অভিযোগ ছিল। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা।