সাত দিন আগেই ব্রেকআপ! শেষ দেখা করতে ডেকে প্রাক্তন প্রেমিকাকে খুন, আত্মঘাতী তরুণও – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রেমের সম্পর্কে ফাটল ধরেছিল সন্দেহবাতিকের কারণে। সম্পর্ক ভেঙে যাওয়ার মাত্র এক সপ্তাহ পরেই মর্মান্তিক পরিণতি হলো প্রাক্তন প্রেমিক-প্রেমিকার। শেষবারের মতো দেখা করার অজুহাতে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করলেন এক তরুণ। এরপর একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হন তিনিও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ-তরুণীর নাম সোনু যাদব এবং মণীশা বরাই। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। মণীশার চরিত্র নিয়ে সোনুর দীর্ঘদিনের সন্দেহ ছিল। তাঁর ধারণা ছিল, মণীশা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহবাতিকের কারণেই তাঁদের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরে এবং এক সপ্তাহ আগে সম্পর্ক ভেঙে যায়।
পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার সকালে বাড়িতে একটি ধারালো ছুরি নিয়ে বের হন ২৪ বছর বয়সি সোনু। এরপর মণীশার সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য তাঁকে একটি নার্সিংহোমের সামনে ডেকে পাঠান। দেখা হওয়ার পর দু’জনের মধ্যে ফের তীব্র বচসা শুরু হয়। সেই সময় সোনু ধারালো ছুরি দিয়ে মণীশার উপর হামলা করেন। প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করার পর সোনু নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
নার্সিংহোমের সামনেই রক্তাক্ত অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে মহারাষ্ট্রের রত্নগিরিতেও একটি নৃশংস খুনের ঘটনা ঘটেছিল। প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় ২৬ বছর বয়সি এক তরুণী তাঁকে খুন করেন। সেই ঘটনায় দুরভাষ দর্শন পাতিল নামের এক যুবককে তাঁর প্রেমিকা ভক্তি জিতেন্দ্র মায়েকরকে খুনের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। ভক্তি নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়। পুলিশকে দুরভাষ জানায়, বিয়ের জন্য নিত্যদিনের অশান্তির জেরেই সে ভক্তিকে খুন করে দেহটি খালে ফেলে দিয়েছিল।