এসএসকেএম-উলুবেড়িয়া কাণ্ড: রাজ্যের হাসপাতাল সুরক্ষায় কড়া পদক্ষেপ, মুখ্যসচিবের তলব – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগের জেরে নবান্নে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার দুপুরে এই জরুরি বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
সাম্প্রতিক এসএসকেএম এবং উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের দুটি ঘটনা প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। নাগরিক সমাজেও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছিল। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, বৈঠকে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং সুপারদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক (DM), পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের (SP) উপস্থিত থাকতে বলা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনারকেও বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই বৈঠকে কেবল সরকারি নয়, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হতে পারে। হাসপাতাল চত্বরে নিরাপত্তা কীভাবে আরও জোরদার করা যায়, সেই বিষয়ে বিশদ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি এসএসকেএম মেডিক্যাল কলেজে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত ছিলেন এনআরএসের এক অস্থায়ী কর্মী। অন্যদিকে, উলুবেড়িয়া মেডিক্যালে এক মহিলা চিকিৎসকের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। দুটি ঘটনার পরই স্বাস্থ্য ভবন দ্রুত রিপোর্ট তলব করে এবং উলুবেড়িয়ার ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।