ভৈরব সেতুর কঙ্কালসার দশা! প্রশাসনকে কেন বসাতে হচ্ছে ‘হাইট বার’? – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
ডোমকলের ৫৫ বছরের পুরনো ভৈরব সেতুতে ওভারলোডেড গাড়ি চলাচল রুখতে পূর্তদপ্তর হাইট বার বসাচ্ছে। লোড টেস্টিং রিপোর্টে সেতুর দুর্বলতা ধরা পড়ায় নভেম্বরের শুরু থেকে ৩.১৫ মিটার উচ্চতার দুটি হাইট বার বসানো হবে। তবে ট্রাক ও বাস মালিকরা বলছেন, এতে পণ্য ও দূরপাল্লার যাত্রী পরিবহণে সমস্যা বাড়বে এবং খরচও অনেকটা বেড়ে যাবে। প্রশাসন বলছে, সেতু রক্ষায় এই পদক্ষেপ জরুরি।