ঐতিহ্যের শহর কৃষ্ণনগরে দ্বিগুণ জগদ্ধাত্রী! বিশ বছরেই পুজো বাড়ল হু-হু করে – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
দীপাবলি মিটতেই জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি কৃষ্ণনগর উৎসবে মাততে প্রস্তুত। শহরের আদিবাসিন্দাদের দাবি, গত ১৫-২০ বছরে এখানে পুজোর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, যা এখন ১২০-১৩০টি। ঐতিহ্যবাহী ও সাবেকিয়ানার পাশাপাশি থিম-জাঁকজমকে শহরের পুজো সংস্কৃতিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। কৃষ্ণনগরের গবেষকদের মতে, মুঘল আমলে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হয়েছিল এই আরাধনা, যা এখন তিন শতাব্দী পেরিয়েছে।