অতিরিক্ত টাকার লোভে নিম্নমানের কাজ! বর্ধমানের রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানে সংস্কারের পরই বছর না ঘুরতেই বহু রাস্তা বেহাল। নিম্নমানের সামগ্রী ব্যবহারই এর কারণ, দাবি আধিকারিকদের। এই পরিস্থিতিতে, নিম্নমানের কাজ করা ঠিকাদারদের চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রয়োজনে ‘জল মেশানো’ রিপোর্ট দেওয়া ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।