ট্রেনের ঘোষণাও শোনা যাচ্ছে না! আসানসোল স্টেশনে মাইকে ছটের গানে চরম ভোগান্তি, ক্ষুব্ধ যাত্রীরা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
আসানসোল: ছট উৎসবের আবহে আসানসোল স্টেশনের প্ল্যাটফর্ম মাইকে তারস্বরে ছটের গান বাজানোয় বিতর্কের মুখে রেল। শুক্রবার গুরুত্বপূর্ণ ট্রেন ঘোষণার সময়ও গান চলতে থাকায় ঘোষণা শুনতে না পেয়ে চরম ভোগান্তির শিকার হন বহু যাত্রী। ক্ষোভে সরব যাত্রীরা হিন্দি সাম্রাজ্যবাদের অভিযোগ আনলে, কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দেয়।