বিস্ময়! কেরলে মৃত শ্রমিকের দেহ ফেরালেন অভিষেক, নন্দীগ্রামের ‘বিজেপি গড়’-এ তৃণমূলের বার্তা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
কেরলে দুর্ঘটনায় মৃত নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের (৪৬) দেহ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিমানযোগে কলকাতায় ফেরা হলো। শুক্রবার দেহাংশ বিরুলিয়া গ্রামে নিয়ে আসা হয়। দলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ও জেলা নেতৃত্ব নিহত পরিবারের হাতে ২ লক্ষ টাকা অনুদান তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। কর্মসংস্থান না থাকায় পরিযায়ী হতে হচ্ছে, এই অভিযোগ তোলে বিজেপি।