অবিশ্বাস্য মন্তব্য সিপিএম নেতার ‘সাধারণ ধর্ষণ হলে ঠিক আছে, মূক-বধির নাবালিকার ধর্ষণ মানা যায় না’ – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি করলেন স্থানীয় সিপিএম নেতা আব্দুল হাকিম। তিনি বলেন, ‘নর্মাল ধর্ষণ হলে ঠিক আছে, তবে মূক ও বধির নাবালিকার ধর্ষণ মানা যায় না।’ এই মন্তব্যে সরব হয়েছে তৃণমূল। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।