সরকারি স্কুলে পড়ুয়াদের ঢল! বন্ধ হওয়া স্কুলের সময়ে এই গ্রাম কীভাবে তৈরি করল নতুন ইতিহাস – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরাখণ্ডের উত্তরকাশীর পুরোলার উদকোটি গ্রামে এক অভূতপূর্ব ঘটনা। যেখানে পাহাড়ের সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেখানে রাজকীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয় উদকোটি ৭২ জন ছাত্র নিয়ে ব্লকের সেরা নজির গড়েছে। প্রধান শিক্ষক পৃথ্বী সিং রাওয়াতের নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নত হওয়ায় লন্ডন প্রবাসী সমাজসেবীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।