রাস্তা যেন মরণফাঁদ! প্রতিবাদে ফের অবরোধ, দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রশাসনের – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
দুবরাজপুর শহরের আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার বাইপাস রাস্তাটি প্রায় তিন বছর ধরে বেহাল। পিচের আস্তরণ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। বারংবার আবেদন সত্ত্বেও সংস্কার না হওয়ায় অতিষ্ঠ বাসিন্দারা ফের পথ অবরোধ করেন। দুবরাজপুর থানার পুলিশ অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে। পুরসভার চেয়ারম্যান দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন।