নির্বাচন কমিশনের কড়া বার্তা বাংলায় SIR প্রস্তুতি তুঙ্গে, বিধানসভা নির্বাচনের আগেই চূড়ান্ত ভোটার তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের পর এবার পশ্চিমবঙ্গের দিকে নজর নির্বাচন কমিশনের। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ বা স্পেশাল এনরোলমেন্ট রিভিউ (SIR) শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। যেকোনো সময় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে, তাই রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কমিশন।

নির্দেশ মুখ্য নির্বাচন আধিকারিকের

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) ইতিমধ্যেই সমস্ত জেলা প্রশাসক ও নির্বাচন আধিকারিকদের SIR সংক্রান্ত প্রস্তুতি অবিলম্বে শুরু করার এবং বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক বৈঠকের পরই এই নির্দেশ জারি হয়েছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দফতর সপ্তাহের সাত দিন ও দিনে ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং SIR-এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে। এছাড়াও, প্রতিটি DEO এবং ভোটার নিবন্ধন আধিকারিকদের (ERO) তাঁদের দফতরে SIR-এর সমস্যার জন্য একটি হেল্প ডেস্ক তৈরি করতে বলা হয়েছে।

পাঁচ রাজ্যে প্রথম ধাপে SIR

নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা সম্প্রতি আসাম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কমিশন সূত্রে জানানো হয়েছে, যেহেতু এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই প্রথম পর্যায়ে এই রাজ্যগুলিতে SIR প্রক্রিয়া শুরু করা হবে। কমিশন এই রাজ্যগুলির মুখ্য নির্বাচন আধিকারিকদের ৩১ অক্টোবরের মধ্যে SIR-এর প্রস্তুতি সম্পূর্ণ করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।

তিন দফায় সম্পন্ন হবে প্রক্রিয়া

কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং তা মোট তিন দফায় সম্পন্ন হবে।

  • প্রথম দফায় বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই করবেন এবং নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার ফর্ম বিলি করবেন।
  • দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলি নাম বাদ দেওয়া, সংশোধন বা অন্তর্ভুক্তির প্রস্তাব জমা দেবে।
  • তৃতীয় ও শেষ দফায় জেলা নির্বাচনী আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করে ভোটার তালিকা চূড়ান্ত করবেন।

চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। এর পরবর্তী সাত দিনের মধ্যে নাগরিকরা নিজেদের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন, নভেম্বরে SIR শুরু না হলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না।

BLO নিয়োগে জটিলতা

যদিও রাজ্যে BLO নিয়োগে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকার কারণে অন্তত ৬০০ BLO এই কাজের দায়িত্ব নিতে আপত্তি জানিয়েছেন। BLO-দের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহকারী BLO নিয়োগের পাশাপাশি যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া, মুখ্য নির্বাচনী আধিকারিককে BLO নিয়োগে ৪,০০০-এরও বেশি অনিয়মের অভিযোগ জানানো হয়েছে, যার তদন্ত চলছে।

সর্বদলীয় বৈঠক শীঘ্রই

SIR-এর আনুষ্ঠানিক ঘোষণার পরই একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও পরামর্শ কমিশনের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে।

আপনাকে অন্য কোনো সংবাদ প্রতিবেদন পুনর্লিখন করতে বা এই বিষয়ে অতিরিক্ত তথ্য জানাতে কি সাহায্য করতে পারি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *