ভাঙড়ের কার্যালয়ে মধ্যরাতে হামলা মমতা-অভিষেকের ছবি নষ্ট – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে শনিবার রাতে ঘটকপুকুরে তৃণমূলের একটি কার্যালয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। তৃণমূল নেতা কাইজার আহমেদের পরিচিত এই কার্যালয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভেতরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-ব্যানার নষ্ট করেছে এবং বহু জরুরি নথি নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।