উল্টোডাঙা স্টেশনে আজ থেকে জরুরি ঘোষণা, বন্ধ ৪ দূরপাল্লার ট্রেনের স্টপেজ! – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
যাত্রী চলাচল মসৃণ করতে রবিবার অর্থাৎ আজ থেকে বিধাননগর রোড (উল্টোডাঙা) স্টেশনে চারটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের স্টপেজ তুলে নিল পূর্ব রেল। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে গৌড়, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা ও গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনগুলি এই স্টেশনে দাঁড়াবে না। অতিব্যস্ত রুটে লোকাল ট্রেনের গতি বজায় রাখতেই রেল এই উদ্যোগ নিয়েছে।