অবিশ্বাস্য! লাঠি হাতে সাহসিনী বৃদ্ধার তাড়া, মুহূর্তেই ভয়ে জঙ্গলে পালাল ‘ছোট্ট’ সিংহ – এবেলা

এবেলা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বন্যপ্রাণীর অদ্ভুত সব ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা দেখে মানুষ অবাক হয়ে যান। তেমনই এক মজাদার ভিডিও সম্প্রতি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটি সিংহ জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে।

ভিডিওতে দৃশ্যটি দেখে বোঝা যাচ্ছে, রাস্তার দুই পাশেই সিংহটিকে দেখতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। সকলেই ভয়ে দূর থেকে সেটির গতিবিধির ওপর নজর রাখছেন এবং সিংহটি এত কাছে চলে আসায় অবাক হয়েছেন। রাস্তায় বন্য পশুর উপস্থিতি সাধারণত দেখা যায় না বলে পুরো এলাকাটি তখন ভয় ও কৌতূহলে পূর্ণ।

ভিডিওটির এক অপ্রত্যাশিত মোড় আসে যখন একজন বৃদ্ধা হাতে লাঠি নিয়ে ওই অপেক্ষাকৃত ছোট সিংহটির দিকে এগিয়ে যান। তিনি নির্ভীকভাবে সিংহটিকে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তাঁর এমন কাণ্ড দেখে উপস্থিত জনতা হতবাক হয়ে যান। বৃদ্ধার এই সাহস দেখে সিংহটিও যেন ভয় পেয়ে যায় এবং দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সকলে কার্যত স্তম্ভিত হয়ে যান। বৃদ্ধার এমন সাহসিকতায় সবাই তাঁর প্রশংসা করতে শুরু করেন।

যদিও এই ভিডিওটি দেখতে যতটা রোমাঞ্চকর, ততটাই এটি কৃত্রিম। আসলে এটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দ্বারা তৈরি করা হয়েছে। এআই ব্যবহার করে এমন দৃশ্য তৈরি করা হয় যা দেখতে বাস্তব মনে হলেও আসলে কাল্পনিক। বিনোদনের জন্যই এই ভিডিওটি বানানো হয়েছে, যেখানে বৃদ্ধার সাহস ও সিংহের মজাদার পালিয়ে যাওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। মাল্টিভার্সম্যাট্রিক্স (multiversematrix) নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *