অস্ট্রেলিয়া ম্যাচে পাঁজর ‘গুরুতর’ চোট: ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে শ্রেয়স আইয়ার, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সিরিজ – এবেলা

এবেলা ডেস্কঃ
সদ্য একদিনের দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে গুরুতর চোট পেয়েছেন। একটি দুর্দান্ত ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ায় তিনি কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে। এই চোটের জেরে তাঁর দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করার সময় হার্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরে ফেলেন শ্রেয়স। তবে, টাল সামলাতে না পেরে তিনি সজোরে মাটিতে আছড়ে পড়েন এবং তাঁর কোমর মাটিতে আঘাত করে। আঘাতের তীব্রতায় মাঠে শুয়ে পড়েন তিনি এবং সতীর্থ ও মেডিক্যাল স্টাফদের সহায়তায় তাঁকে মাঠ ছাড়তে হয়।
চোট পাওয়ার পরই শ্রেয়সকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্ক্যান করা হয়। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা ‘পিটিআই’-কে জানিয়েছেন, “প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, ওর পাঁজরে একটা বড় ঝাঁকুনি লেগেছে বলে মনে করা হচ্ছে। অন্তত তিন সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।”
বোর্ড আরও জানিয়েছে, চোট সারার পর তাঁকে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (NCA) যেতে হবে। চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরই নিশ্চিতভাবে বোঝা যাবে তাঁর সেরে উঠতে কত সময় লাগবে। যদি পাঁজরের হাড়ে চিড় ধরে থাকে, তবে বিশ্রামের সময় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে শুধু একদিনের ক্রিকেট খেলা শ্রেয়সের আগামী সূচির ওপর এই চোট প্রভাব ফেলবে। কর্মকর্তারা বলছেন, যদি ঠিক তিন সপ্তাহ সময় লাগে, তবে তিনি ৩০ নভেম্বরের প্রথম ম্যাচের ঠিক আগে সেরে উঠতে পারেন। তবুও দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তাঁর অংশগ্রহণ এখনই স্পষ্ট নয়। চোটের কারণে তিনি আর ফিল্ডিং করতে পারেননি, তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে ভারত ম্যাচ জিতে নেয়ায় তাঁকে আর ব্যাট হাতে নামতে হয়নি।