বিশ্বের সর্বকালের সেরা ধনী মনসা মূসা ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল – এবেলা

এবেলা ডেস্কঃ
আধুনিক বিশ্বের ধনকুবের জেফ বেজোস বা এলন মাস্কের নাম আমরা সবাই জানি। কিন্তু ইতিহাসে এমন এক সম্রাট ছিলেন, যার সম্পদের পরিমাণ আজকের ধনীতম ব্যক্তিদের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। তিনি হলেন ১৪শ শতকের পশ্চিম আফ্রিকার মালী সাম্রাজ্যের সম্রাট মনসা মূসা। তাকেই পৃথিবীর সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়।
৪০০ বিলিয়ন ডলারের সম্পত্তি
১২৮০ সালে জন্ম নেওয়া মনসা মূসা ১৩১২ খ্রিস্টাব্দে মালী সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। আজকের দিনে তার মোট সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৪০০ বিলিয়ন ডলার, যা জেফ বেজোসের বর্তমান সম্পদের প্রায় দ্বিগুণ। মালী সাম্রাজ্যের বাম্বুক, ওয়াঙ্গারা, বিউর, গালাম এবং তাগাজা খনি থেকে আহরিত সোনা তার এই বিপুল সম্পদের উৎস ছিল। সে সময় আইভরি কোস্ট, সেনেগাল, মালী এবং বুর্কিনা ফাসোর মতো বিস্তীর্ণ অঞ্চলে তার শাসন ছিল এবং রাজধানী ছিল টিম্বক্টু।
দানশীলতা ও মহানুভবতা
জনশ্রুতি আছে, মনসা মূসা তার করুণা ও দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন। তার কাছে সাহায্য চাইতে আসা ব্যক্তিদের তিনি সোনা দিয়ে ভরিয়ে দিতেন। লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের লুসি ডুরান তার এই উদারতার দিকটি বিশেষভাবে তুলে ধরেছেন।
ঐতিহাসিক হজ যাত্রা
ইতিহাসে মনসা মূসার নাম চিরস্থায়ী হওয়ার মূল কারণ হলো ১৩২৪ সালে তার হজ যাত্রা। বিবিসির প্রতিবেদন অনুসারে, হজ উপলক্ষে তার যাত্রা ছিল সাহারা মরুভূমি অতিক্রমকারী এযাবৎকালের সবচেয়ে বড় কাফেলা। দাবি করা হয়, সেই কাফেলায় সোনা বোঝাই ১০০টি উট, ১২,০০০ কর্মচারী এবং ৬০,০০০ দাস ছিল।
ইতিহাসবিদদের অনুমান, এই যাত্রায় তিনি ১৮ টন সোনা সঙ্গে নিয়েছিলেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় এক বিলিয়ন ডলার। এই ঐতিহাসিক যাত্রাই মনসা মূসাকে বিশ্বের সবচেয়ে ধনী শাসক হিসেবে ইতিহাসে অমর করে রেখেছে।