বিন লাদেন মহিলা সেজে পালালেন কীভাবে? ফাঁস করলেন প্রাক্তন সিআইএ কর্তা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের বহুচর্চিত পলায়নের রহস্য ফাঁস করলেন প্রাক্তন সিআইএ কর্তা জন কিরিয়াকৌ। তাঁর দাবি, আফগানিস্তানের তোরাবোরা পাহাড় থেকে মার্কিন সেনার চোখে ধুলো দিতে লাদেন মহিলার ছদ্মবেশে বোরখা পরে পালিয়েছিলেন। প্রাক্তন এই আধিকারিক আরও জানান, পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিতে আমেরিকা পারভেজ মোশারফকে কোটি কোটি ডলার দিয়েছিল। এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি সামনে আসার পর জোর আলোচনা শুরু হয়েছে।