বন্ধ সীমান্ত বিধ্বংসী প্রভাব! পাকিস্তানে টম্যাটোর দাম ৬০০ টাকা কেজি, বাজারের হাল বেহাল – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার মারাত্মক প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারে। সংঘাতের জেরে গত ১১ অক্টোবর থেকে বাণিজ্য স্তব্ধ থাকায় দেশটিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। বর্তমানে সেখানে প্রতি কেজি টম্যাটোর দাম ৬০০ পাকিস্তানি টাকা। প্রতিদিন ১ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে দুই দেশের। সীমান্তে প্রায় ৫০০০ কন্টেনার আটকে থাকায় ফল-সবজি পচছে, যা ঘাটতি আরও বাড়াচ্ছে।