ঘরে আসবে লক্ষ্মী, দূর হবে অশান্তি! সমৃদ্ধি ফেরাতে ৫ সহজ বাস্তু টিপস – এবেলা

এবেলা ডেস্কঃ
সকলেই জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি চান, কিন্তু কঠোর পরিশ্রমের পরেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। এর কারণ হতে পারে বাস্তু দোষ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সঠিক নীতি মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি বিরাজ করে এবং দুর্ভাগ্য কেটে গিয়ে লক্ষ্মীর আগমন ঘটে। পারিবারিক অশান্তি বা শারীরিক সমস্যার নেপথ্যেও থাকতে পারে বাস্তুগত ত্রুটি।
আপনার জীবনে সমৃদ্ধি আনতে ও বাস্তু দোষ কাটাতে এই পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস মেনে চলতে পারেন:
১. মূল প্রবেশদ্বারে তুলসী গাছ: বাস্তু মতে তুলসী সৌভাগ্যের প্রতীক এবং ঘরের নেতিবাচক শক্তি দূর করে। তুলসী গাছকে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রতীক মনে করা হয়। বাড়ির প্রধান প্রবেশদ্বারে তুলসী গাছ রাখলে গৃহে সবচেয়ে বেশি ইতিবাচক ফল মেলে।
২. শোয়ার সঠিক দিক: বাস্তুশাস্ত্র অনুযায়ী, শোওয়ার দিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই শোয়ার সময় কখনই উত্তর দিকে মাথা করে শোবেন না। কারণ, এই দিকের বিশেষ শক্তি শরীরের শক্তির সঙ্গে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে স্বাস্থ্যজনিত সমস্যা ডেকে আনতে পারে। এর বদলে দক্ষিণ বা পূর্ব দিকে মাথা করে শোওয়া উচিত।
৩. জানলার অবস্থান: ঘরের জানলা কোন দিকে রয়েছে, তা গুরুত্বপূর্ণ। দক্ষিণ দিকে জানলা থাকলে ঘরে সমৃদ্ধি ভরে ওঠে এবং পজিটিভ এনার্জি বিরাজ করে। এছাড়া, পূর্ব দিকে জানলা থাকলেও উপকার মেলে বলে শাস্ত্র জানাচ্ছে।
৪. ঘড়ির মুখ কোন দিকে: সময় বা কালের প্রতীক ঘড়িকে সবসময় পশ্চিম বা উত্তর দিকে মুখ করে রাখা উচিত। এতে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়, যা জীবনে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।
৫. আসবাবের সঠিক বিন্যাস: বাস্তুশাস্ত্র মতে, আসবাব সঠিক দিকে রাখা হলে ঘরে পজিটিভ এনার্জি ফেরে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। এক্ষেত্রে দক্ষিণ-পশ্চিম দিক করে আসবাব রাখলে সবচেয়ে বেশি লাভ হয়। এতে পরিবারে স্থিতাবস্থা বা স্ট্যাবিলিটি আসে এবং সকলে সুরক্ষিত থাকে।