শীতের শুরুতেই সৌভাগ্যের দুয়ার খুলছে কোন তিন রাশির – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
নভেম্বরের দ্বিতীয় দিনে শুক্রের তুলা রাশিতে গোচরে তৈরি হচ্ছে ‘মালব্য রাজযোগ’। এর প্রভাবে কন্যা, তুলা ও মীন রাশির জীবনে আসছে বিরাট পরিবর্তন। অপ্রত্যাশিত অর্থ লাভ, কর্মজীবন ও ব্যবসায় উন্নতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। একইসঙ্গে প্রেম ও দাম্পত্য জীবন হবে সুখময়।