এ কী দেখালেন দিদিমা লাঠির এক ঘায়ে ভয়ে জঙ্গলমুখী সিংহ – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এআই (AI) নির্মিত এক অবিশ্বাস্য ভিডিও। যেখানে দেখা যায়, জনবহুল রাস্তার ধারে দাঁড়িয়ে একটি সিংহ। এমন সময় এক নির্ভীক বৃদ্ধা হাতে লাঠি নিয়ে সেটির দিকে এগিয়ে যান। তাঁর সাহসিকতায় হতবাক হয়ে যায় উপস্থিত জনতা। লাঠি হাতে বৃদ্ধাকে তেড়ে আসতে দেখে ‘ছোট্ট’ সিংহটি ভয়ে দ্রুত জঙ্গলে পালায়। বিনোদনের উদ্দেশ্যে তৈরি এই দৃশ্যটি এখন চর্চার কেন্দ্রে।