কালীপুজোয় শখের বাজি! ঘরোয়া কার্বাইড পাইপগানে ২০ জনের চোখ ঝলসে গেল – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
কালীপুজোর রাতে সোশ্যাল মিডিয়ায় দেখা ঘরোয়া ‘কার্বাইড পাইপগান’ ফাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম হয়ে চিকিৎসা করিয়েছেন মোট ২০ জন। এই বাজি বিস্ফোরণে চোখ ও মুখের মারাত্মক ক্ষতি হচ্ছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়েছে।