আইফোন নামের সেই ‘i’ এর মানে কী ফাঁস করলো অ্যাপল – এবেলা

এবেলা ডেস্কঃ

স্মার্টফোন জগতে জনপ্রিয় আইফোন, আইপ্যাড বা আইম্যাকের নামের শুরুতে থাকা ‘i’ নিয়ে কৌতূহল দীর্ঘদিনের। এই রহস্যের সমাধান করেছিল অ্যাপল নিজেই। ১৯৯৮ সালে আইম্যাক (iMac) লঞ্চের সময় তারা জানিয়েছিল, এই ‘i’ অক্ষরটির পাঁচটি বিশেষ অর্থ রয়েছে—ইন্টারনেট, ইন্ডিভিজুয়াল, ইনস্ট্রাক্ট, ইনফর্ম ও ইনস্পায়ার। এই পাঁচটি ধারণা সংস্থার পণ্যের মূল উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *