শিশুর সর্বনাশ! কোন ৫ ভুল করছেন নতুন বাবা-মা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
সন্তানের সঠিক যত্নের নামে নতুন বাবা-মায়েরা অজান্তেই পাঁচ ধরনের সাধারণ ভুল করে থাকেন। অতিরিক্ত নিখুঁত হওয়ার চেষ্টা, সামান্য অসুস্থতায় আতঙ্কিত হওয়া ও সন্তানের তুলনা করা থেকে বিরত থাকুন। নিজের সুস্থতা বজায় রাখা অপরিহার্য। পাশাপাশি, প্রয়োজনমতো পরিবারের সাহায্য নিতে দ্বিধা করবেন না।