পিকের বড় বার্তা, ছটের পর আর বিহারের যুবকদের বাইরে যেতে হবে না – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রখ্যাত রাজনৈতিক কৌশলবিদ ও জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহারের যুবকদের নিজ রাজ্যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে জন সুরাজকে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। সীতামারহিতে এক জনসভায় তিনি বলেন, জন সুরাজ ক্ষমতায় এলে ছট পুজোর পর আর কাউকে রোজগারের খোঁজে বিহারের বাইরে যেতে হবে না।

প্রশান্ত কিশোরের দাবি, বিহারের যুবকরা বিহারেই কাজ করতে চায় এবং এখন সময় এসেছে নিজেদের রাজ্যে নিজেদের সরকার গঠনের। জন সুরাজ সরকার রাজ্যের অভ্যন্তরে নতুন কর্মসংস্থানের দিগন্ত খুলে দেবে বলে তিনি আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে পরোক্ষ আক্রমণ করে কিশোর বলেন, যখন গুজরাটে লক্ষ কোটি টাকার বুলেট ট্রেনের কাজ হয়, তখন বিহারের যুবকদের ছট উপলক্ষে বাড়ি ফেরার ট্রেনে আসন পেতে হিমশিম খেতে হয়। তিনি এই বৈষম্যের অবসান ঘটানোর ডাক দেন।

কিশোর বলেন, এই সীতামারহি থেকেই সাড়ে তিন বছর আগে জন সুরাজ আন্দোলনের সূচনা হয়েছিল। তিনি বিহারের রাজনৈতিক দাসত্বের অবসান ঘটানোর শপথের কথা মনে করিয়ে দেন। তিনি প্রশ্ন তোলেন, মানুষ বিজেপির ভয়ে বা লালুপ্রসাদ যাদবের আতঙ্কে ভোট দেয়। এবার সিদ্ধান্ত নিতে হবে, পরিবর্তন চাই নাকি পুরোনো ব্যবস্থা চলুক।

এদিকে, গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী অনুপ কুমার শ্রীবাস্তব ওইদিনই আনুষ্ঠানিকভাবে জন সুরাজ দলে যোগ দিয়েছেন। এর আগে গোপালগঞ্জ আসন থেকে জন সুরাজ প্রার্থী শশী শেখর সিনহা মনোনয়ন প্রত্যাহার করেন। এরপরই দল শ্রীবাস্তবকে সমর্থনের ঘোষণা দেয়।

চলতি বছরের বিহার বিধানসভা নির্বাচনে মূলত দুটি বড় জোট মুখোমুখি হচ্ছে। একদিকে রয়েছে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট এবং অন্যদিকে মহাজোট। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি রাজ্যের সবকটি ২৪৩টি আসনে লড়ার ঘোষণা দিয়েছে। বিহারে ভোটগ্রহণ হবে ৬ ও ১১ নভেম্বর এবং গণনা হবে ১৪ নভেম্বর।

প্রশান্ত কিশোরের কণ্ঠে স্পষ্ট বার্তা, জন সুরাজ মানেই আত্মনির্ভর বিহার। এখন দেখার, জনতার রায় সত্যিই সেই স্বপ্ন পূরণের দিকে যায় কি না।

আমি কি আপনাকে বিহার নির্বাচন সংক্রান্ত অন্য কোনো খবরের শিরোনাম বা প্রতিবেদন পুনর্লিখনে সাহায্য করতে পারি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *