চাঞ্চল্য! থ্যালাসেমিয়া রোগীর শরীরে HIV, সরকারি হাসপাতালে রক্তদানের পরেই ৫ শিশুর জীবন বিপন্ন – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
ঝাড়খণ্ডের চাইবাসা সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ শিশু রক্ত নেওয়ার পর HIV-তে সংক্রমিত হয়েছে বলে অভিযোগ। দূষিত রক্ত দেওয়ার প্রাথমিক ইঙ্গিতে রাঁচি থেকে পাঁচ সদস্যের মেডিক্যাল দল তদন্ত শুরু করেছে। তারা ব্লাড ব্যাংক পরিদর্শন করে কিছু অসঙ্গতি পেয়েছে। স্বাস্থ্য বিভাগ রক্ত পরীক্ষার পদ্ধতি পর্যালোচনার নির্দেশ দিয়েছে।